পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সোমবার হিলি স্থলবন্দরে দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ যথারীতি আবার বন্দরের কার্যক্রম শুরু হচ্ছে।
এ বিষয়ে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, রোববার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সরকারি ছুটি। যে কারণে হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। ফলে সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হবে।
সানবিডি/এনজে