দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হল রাজধানীর নতুন বাজারে। সোমবার (১০ মে) সকাল ১১টায় রাজধানীর নতুন বাজারের ১০০ ফিট রাস্তায় কাঁচাবাজার সংলগ্ন (নতুন বাজার, ভাটারা)-তে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শামীমা আক্তার, ম্যানেজিং ডিরেক্টর ক্যাপস ফ্যাশন লিমিটেড এবং মহিলা ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল সদর, হাজী নজরুল ইসলাম ঢালী, কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড, ভাটারা থানা, আলহাজ্ব শহীদুল আমিন খন্দকার, সাধারণ সম্পাদক ভাটারা থানা আওয়ামী লীগ, মো. কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার ক্যাপস ফ্যাশন লিমিটেড, রুবেল আহমেদ (বিজনেস পার্টনার ) এবং ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান।
নতুন শো রুম উদ্বোধন উপলক্ষে কাস্টমারদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ‘স্বপ্ন’ এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য এই এলাকার সকলে ‘স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন।
স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।
এ ছাড়া এখানে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি নম্বর-০১৮৪৭-২৬৫৩৩৯।