পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান কেনিয়াতে একটি কারখানা উদ্বোধন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সহযোগী কোম্পানিটি চলতি বছরের আগস্টে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। সংবাদপত্রে এ সম্পর্কিত খবর প্রকাশের পর, গত ৯ মে ডিএসই বিষয়টি জানতে চেয়ে কোম্পানিকে নোটিশ পাঠায়। জবাবে কোম্পানিটি এ তথ্য জানায়।
সহযোগী কোম্পানিটিতে স্কয়ার ফার্মার ১০০ ভাগ মালিকানা রয়েছে। কোম্পানিটির কেনিয়ার নাইরোবিতে ওষুধ উৎপাদন ব্যবস্থা প্রায় শেষ পর্যায়ে। সহযোগী কোম্পানিটি কেনিয়ান রেগুলেটরির আইন মেনে আগামী আগস্ট মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৩:১৯/১২/৫/২০২১