জাতীয় ফুটবল দলের ক্যাম্প স্থগিত হওয়ার পর বুধবারই গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে চলে গেছেন জামাল ভূঁইয়া। গ্রামের বাড়িতেই ঈদ উদযাপন করবেন জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।
ঈদের আনন্দ কেবল পরিবারের মধ্যেই ভাগাভাগি করছেন না জামাল ভূঁইয়া, গ্রামের ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহারও বিতরণ করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে জামালের এই উপহার বিতরণ করেছেন তার চাচাতো ভাইরা।
‘গ্রামের নিম্ন আয়ের মানুষদের আমি প্রতি ঈদেই উপহার দেই। যখন দেশে থাকি না, তখন টাকা পাঠিয়ে দেই। আমার চাচাতো ভাইয়েরা টাকা দিয়ে উপহার কিনে সবাইকে দেয়। এবার আমি নিজে উপস্থিত থেকে এ আনন্দ উপভোগ করলাম। সত্যি এর মধ্যে অন্যরকম আনন্দ আছে’-গ্রামের বাড়ি থেকে বলছিলেন জামাল ভূঁইয়া।
জামাল ভূঁইয়ার এই ঈদ উপহারের মধ্যে আছে-চাল, আলু, পেয়াঁজ, ডাল, আটা নুডলস, চিনি ও বিস্কুট। ঈদ কাটিয়ে দুইদিন পরই ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন অধিনায়ক।