
মহামারি করোনার কারণে গত বছর সংকটের মুখে পড়েছিল আন্তর্জাতিক সব বাণিজ্য খাত। ওই সময় আকরিক লোহার বৈশ্বিক উত্তোলনও বড় পরিসরে কমে যায়। তবে এ বছর উত্তোলনের পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক শীর্ষস্থানীয় তথ্য বিশ্লেষণকারী সংস্থা গ্লোবাল ডেটা। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ২০২০ সালে ব্যবহারিক ধাতুটির উত্তোলন ৩ শতাংশ কমে ২২০ কোটি টনে নেমে আসে। তবে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে আকরিক লোহার উত্তোলন ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ২৬৬ কোটি টনে উন্নীত হবে। বার্ষিক চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির হারে উত্তোলন ৩ দশমিক ৭ শতাংশ বাড়বে। খবর মাইনিংডটকম।
আকরিক লোহা উত্তোলনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ব্রাজিল। দেশটিতে মোট প্রবৃদ্ধির ৬ দশমিক ২ শতাংশ আকরিক লোহা উত্তোলন করা হবে। এছাড়া আকরিক লোহা উত্তোলনের প্রবৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকা ৪ দশমিক ১ শতাংশ, অস্ট্রেলিয়া ৩ দশমিক ২ ও ভারত ২ দশমিক ৯ শতাংশ অবদান রাখবে।
গ্লোবাল ডেটার দেয়া তথ্য বলছে, এরই মধ্যে আকরিক লোহা উত্তোলনে বিশ্বজুড়ে বেশকিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রধান প্রকল্পগুলো হলো দক্ষিণ আফ্রিকার জাল্টি, ব্রাজিলের শিরোট ডে ল্যাজ এবং অস্ট্রেলিয়ায় সাউথ ফ্ল্যাঙ্ক ও গউদি-দারি।
সানবিডি/এনজে