দীর্ঘ কর্মঘণ্টার কারণে বছরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
বৈশ্বিক গবেষণায় দেখা যায়, ২০১৬ সালে ৭ লাখ ৪৫ হাজার মানুষ দীর্ঘ কর্মঘণ্টার কারণে স্ট্রোক ও হৃদরোগ জনিত কারণে মারা গেছেন। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের উপর এই জরিপটি করা হয়েছে।
করোনার কারণে এ পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় জানা গিয়েছে, যারা সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করে তাদের ৩৫ শতাংশের স্ট্রোকের ঝুঁকি থাকে এবং ১৭ শতাংশের হৃদরোগ থেকে মৃত্যুর আশঙ্কা থাকে। অনেক সময় দেখা যায় এই কারণে অনেক পরেও মৃত্যু হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার কারণে বাসায় বসে কাজ করার কারণে এই প্রবণতা আরো বাড়ছে। করোনার কারণে ৯ শতাংশ মানুষ আগের চেয়ে বেশি কাজ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ফ্র্যাঙ্ক পেগা বলেন, দীর্ঘ কর্মঘণ্টা নিয়োগকর্তার জন্য উপকারী হতে পারে কারণ এর ফলে কর্মীর কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তবে তিনি আরো বলেন, ‘অর্থনীতির সঙ্কটের মধ্যে কর্মঘণ্টা না বাড়ানোই আসলে ভালো।’
সানবিডি/এএ