মহামারিতে বোরোর বাম্পার ফলনের রেকর্ড
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-১৭ ২০:৪২:৪৬
চলমান মহামারির মধ্যে দেশে বোরো ধান উৎপাদনের সুখবর মিলেছে। চলতি মৌসুমের বোরোর বাম্পার ফলন গেল কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সারাদেশে এখন পর্যন্ত এই মৌসুমের ৮৫ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। এসব জমিতে ধান উৎপাদন হয়েছে ১ কোটি ৭৪ লাখ টন। এখন পর্যন্ত হেক্টরে বোরোর গড় ফলন ৪ দশমিক ২১ টন। গেল কয়েক বছরের ইতিহাসে যা সর্বোচ্চ। কৃষি সংশ্লিষ্টরাও বলছেন, বোরো ধান উৎপাদনে দেশ এবার নতুন রেকর্ডের পথে রয়েছে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ বলেন, ‘ চলতি বছর বোরো ধানের ফলন বেশি হয়েছে। কারণ হাইব্রিডের উৎপাদন এবার বেড়েছে। নতুন নতুন জাতেরও সম্প্রসারণ ঘটেছে। হাইব্রিড ধানের উৎপাদনই এবার বেড়েছে তিন লাখ হেক্টর। হাইব্রিডের উৎপাদন প্রায় পাঁচ টন করে হয়। ফলে তিন লাখ হেক্টরে প্রায় তিন লাখ টন ধানের উৎপাদন বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘এবার আবহাওয়া ভালো ছিল। উৎপাদনে তেমন কোনো ক্ষতি হয়নি। করোনার মধ্যেও আমরা কৃষককে নানাভাবে সহায়তা করেছি। দেশের ইতিহাসে বোরো ধান বা চালের উৎপাদন এবারই এত বেশি হয়েছে। বোরো ধান উৎপাদনে দেশ এবার রেকর্ডের পথে রয়েছে। করোনার মধ্যে এটি একটি বড় সুখবর।’
সানবিডি/এনজে