নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারে দু’দলের সংঘর্ষে শহীদ মিয়া (২৮) নামের আরো এক যুবক নিহত হয়েছেন। এ পর্যন্ত এ সংঘর্ষে দুইজনের নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
মঙ্গলবার (১৮ মে) ভোরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে চলমান সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে নিহত হন।
এর আগে সোমবার (১৭ মে) সন্ধ্যায় সংঘর্ষের সময় ইয়াছিন মিয়া (১৩) নামের আরেক শিশু নিহত হয়।
নিহতরা হলেন, কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে শহীদ মিয়া ও শিশু ইয়াছিন মিয়া।
জানা যায়, উপজেলার কাচারিকান্দি গ্রামের মেম্বার শাহ আলম ও সাবেক মেম্বার ফজলু সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন।
গুলিবিদ্ধরা হলেন, রুবেল, বাহক ও সাগর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারে রায়পুরার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও সাবেক মেম্বার ফজলু সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ইয়াছিন গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।