সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানির ১৩৯ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৮টি শেয়ার ১১৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩৯ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকার এনআরবি কমার্শিয়াল ব্যাংকের।
এছাড়া, ব্লক মার্কেটে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পনির ৫ কোটি ২৪ লাখ ১৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ২ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার, ইউনাটেড কমার্শিয়াল ব্যাংকের ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার টাকার, আরডি ফুডের ১ কোটি ১৭ লাখ ৭৭ হাজার টাকার, প্রগতি ইন্সুরেন্সের ৮৮ লাখ ১৩ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৮৭ লাখ ৫৫ হাজার টাকার, কাট্টালী টেক্সটাইলের ৮৫ লাখ ১৫ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৭৫ লাখ ৬৯ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ৭৩ লাখ ৭৫ হাজার টাকার, প্রগ্রেসিফ লাইফের ৫৯ লাখ ৫২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫০ লাখ ৪০ হাজার টাকার, মেট্রোস্পিনিংয়ের ৪০ লাখ ৫০ হাজার টাকার, লংকাবাংলা ফাইনান্সের ৩৫ লাখ ৫৮ হাজার টাকার, এডভেন্ট ফার্মার ৩৪ লাখ ৬৮ হাজার টাকার, নাহি এলুমিনিয়াম ২৫ লাখ ৩২ হাজার টাকার, ডিবিএইচের ২১ লাখ ৭০ হাজার টাকার, রহিমা ফুডের ১৮ লাখ ৭৪ হাজার টাকার, ই-জেনারেশনের ১৭ লাখ ৯১ হাজার টাকার, ফনিক্স ইন্সুরেন্সের ১৫ লাখ ৯০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১৩ লাখ ৫০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১২ লাখ টাকার, পিএইচপি মিউচুয়াল ফান্ডের ১১ লাখ ৮৬ হাজার টাকার, বেক্সিমকো ১১ লাখ ৭৮ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ১১ লাখ ৪৫ হাজার টাকার, ফরচুন সুজের ১১ লাখ ১৮ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১০ লাখ ৩৫ হাজার টাকার, হাক্কানি পাল্পের ১০ লাখ ১ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্টের ৮ লাখ ৪০ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৮ লাখ ৪ হাজার টাকার, সিটি জেনালেল ইন্সুরেন্সের ৭ লাখ ৯২ হাজার টাকার, ইভিন্স টেক্সটাইলের ৭ লাখ ৪৫ হাজার টাকার, ইন্দোবাংলা ফার্মার ৬ লাখ ৯২ হাজার টাকার, বিডি থাইয়ের ৬ লাখ ৬২ হাজার টাকার, ভ্যামএলবিডি মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ৬১ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:৪৬/১৮/৫/২০২১