আদালতে যাচ্ছেন না খালেদা
প্রকাশ: ২০১৬-০১-১৪ ১১:১১:৪২

দুর্নীতি দমন কমিশনের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার আদালতে যাবেন না।
তার প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলামেইলকে বলেন, ‘ম্যাডাম অসুস্থ। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হবে।’
উল্লেখ্য, এই মামলা দুটিতে ২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় খালেদা ও তারেক রহমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এর আগে ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। আর ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দেয়া হয়। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
অন্যদিকে, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দায়ের করা হয়। পরে ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













