ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক ভয়ংকর বিস্ফোরণ ও গুলিতে অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সারিনাহ শপিং সেন্টারের বাইরে জাতিসংঘ কার্যালয়ের খুব কাছেই ওই বিস্ফোরণ ঘটেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই স্থানে কমপক্ষে ৬টি বিস্ফোরণ হয়েছে। সেইসঙ্গে অনেক গোলাগুলির ঘটনাও ঘটেছে।
১৫০ মিটার দূর থেকে প্রথম বিস্ফোরণ দেখেছেন দুয়াগলাস নামে এক ব্যক্তি। তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম বিস্ফোরণের পরই সড়ক ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছি আমরা। এরপর আরও ৩টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। আমাদের অফিসে ১০ তলায় উঠার পর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ বিস্ফোরণের শব্দ শুনেছি।
এরপর রাস্তা থেকে ব্যাপক গোলাগুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন তিনি।
জাকার্তার পুলিশ জানিয়েছে, জাতিসংঘ কার্যালয়ের কাছে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর সঙ্গে জড়িত কাউকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ।
পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরও বিস্ফোরণের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় এর আগে কয়েকবার ইসলামি জঙ্গি গোষ্ঠীর হামলার ঘটনা ঘটে।