মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনিয়োল পাইপলাইনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এক সপ্তাহ আগে প্রতিষ্ঠানটির পাইপলাইন নেটওয়ার্কে সাইবার হামলা চালায় হ্যাকাররা। এতে যুুুক্তরাষ্ট্র বিশেষ করে দেশটির পূর্ব উপকূলীয় এলাকায় তীব্র জ্বালানি সংকট দেখা দেয়। বন্ধ হয়ে যায় পেট্রল, ডিজেল, জেট ফুয়েলসহ অন্যান্য জ্বালানি সরবরাহ। তবে সপ্তাহের ব্যবধানে আবারো এ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ শুরু হয়েছে। কলোনিয়াল পাইপলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, টানা ছয়দিন বন্ধ থাকার পর শনিবার থেকে কলোনিয়াল পাইপলাইনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রতি ঘণ্টায় লাখ লাখ গ্যালন জ্বালানি সরবরাহ করা হচ্ছে। রোববার এক হাজারেরও বেশি স্টেশনে জ্বালানি সরবরাহ চালু ছিল। খবর রয়টার্স।
এ ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহ আগে ইতিহাসের সবচেয়ে বড় ধরনের সাইবার হামলার শিকার হয় কলোনিয়াল পাইপলাইন নেটওয়ার্ক। ফলে ৮ হাজার ৯০০ কিলোমিটার দৈর্ঘের এ পাইপলাইন দিয়ে টানা ছয়দিন বন্ধ ছিল জ্বালানি সরবরাহ। এতে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল থেকে পেট্রল, ডিজেল ও জেট জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। এ সময় জ্বালানি তেল ও গ্যাস কেনার হিড়িক পড়ে যায়। বড় ধরনের সংকটের আশঙ্কায় সাধারণ মানুষ এসব জ্বালানি পণ্য কিনে মজুদ করা শুরু করে। এতে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম।
সানবিডি/এনজে