সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৯৫ বারে ১৬ লাখ ৩৯ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩০ বারে ১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ১৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬১ বারে ৭৬ হাজার ৮৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেঘনা কনডেন্স মিল্কের ৬ দশমিক ৫৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৫ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫ দশমিক ০৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৫ শতাংশ ও ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:০৫/২০/৫/২০২১