প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৯%
প্রকাশ: ২০১৬-০১-১৪ ১৪:০৫:১৭
চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৬ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা প্রাক্কলন করেছে বাংলাদেশ ব্যাংক, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম। আজ বৃহস্পতিবার অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর ড. আতিউর রহমান এ কথা জানান।
তিনি বলেন, চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৬ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা প্রাক্কলন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকলে সরকার নির্ধারিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করা হয়। এতে বেসরকারি খাতে যোগান বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার সতর্ক পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে প্রথমার্ধের জন্য বেসরকারি খাতে ১৪ দশমিক ৩০ শতাংশ ও দ্বিতীয়ার্ধের জন্য ১৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রাক্কলন করা হয়েছিল। তবে রেপো ও রিভার্স রেপো হার অপরিবর্তিত রাখা হয়েছিল।
সানবিডি/ঢাকা/আহো