দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উন্নয়নে ব্যবসায়ীদের উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করে আসছে এফবিসিসিআই। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এসএমই উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মহামারিতে এফবিসিসিআই-এর প্রথম কাজ হবে এসএমই উদ্যোক্তাদের ব্যবসায় পরিচালনা করতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা।
আজ বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি-এফবিসিসিআই-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মো. জসিম উদ্দিন।
এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চেম্বার এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকসহ সকল কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে স্থানীয় চেম্বার এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সংযোগ স্থাপনের জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। করোনা পরিস্থিতিতে অন্যদে মতো তারাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এসব ব্যবসায়ীদের উন্নয়নে পাশে থেকে তাদের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, শুধু এসএমই না পুরো শিল্পের জন্য সবাইকে পাশে নিয়ে কাজ করবে নতুন বোর্ড। জেলাভিত্তিক বিচ্ছিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পসমূহকে ক্লাস্টারিং করে রফতানিমুখী শিল্পে পরিণত করার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। এসএমই খাতের উন্নয়নে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম সফলতা অর্জন করেছে। এসব দেশের অভিজ্ঞতা নিয়ে আমরা বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে সচেষ্ট থাকব। এফবিসিসিআই-এর কার্যক্রমকে আরাও গতিশীল করার জন্য এর সংস্কারের উদ্যোগ নেয়া প্রয়োজন।
সানবিডি/এনজে