দেশজুড়ে চলমান মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধের লক্ষ্য গত এক বছরের বেশিরভাগ সময় সাধারণ ছুটি ও চলাচলে সরকারি বিধিনিষেধ থাকায় বিপাকে পড়েছেন বিমাখাতে কর্মরত কয়েক লাখ মাঠ পর্যায়ের বিমা এজেন্ট। এইসব কর্মীদের নির্দিষ্ট বেতন ভাতা না থাকায় চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন তারা।
এই সংকট থেকে উত্তরণে বিমাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়ে বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) বলছে, নতুন পলিসি খোলা এবং নবায়ন ফি থেকে প্রাপ্ত কমিশন দিয়ে বিমা এজেন্টদের সংসার চলে। করোনার এই সময়ে সাধারণ মানুষের মধ্যে বিমা করার প্রবণতা নেই বললেই চলে। এতে কর্মহীন হয়ে পড়েছেন এসব এজেন্টরা।
এ বিষয়ে বিআইএ সভাপতি শেখ কবির হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে বিপর্যয় নেমে এসেছে। বাংলাদেশও একটা কঠিন সময় পার করছে। বিমাখাত এই সমস্যার বাইরে নয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রণোদনা দিচ্ছেন। বিমাখাতের এজেন্টদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি করছি। ইতোমধ্যেই বিষয়টি আইডিআরএ চেয়ারম্যান এবং অর্থমন্ত্রীর নজরেও এনেছি। কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি না। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
সানবিডি/এনজে