আপনার মোবাইল নাম্বার ভুলে গেছেন?

আপডেট: ২০১৫-১০-০৩ ১২:৫১:৩৯


mobileঅনেক সময় আমাদের নিজের বা বন্ধুর মোবাইলের নাম্বার জানা থাকে নামোবাইল থেকে নিজের নাম্বার দেখার সহজ কিছু উপায় আছে যেমন আর একটা মোবাইলে কল দিয়ে আপনি জেনে নিতে পারেন

কিন্তু  আপনি কল দিয়ে নাম্বার জানতে গেলেন, দেখলেন মোবাইলে যথেষ্ট পরিমানে ব্যালেন্স নেই বা আপনার কাছে আর কোন মোবাইল নেই । সেক্ষেত্রে আপনি নিচের দেখান মত উপায়ে সহজেই যে কোন নাম্বার জেনে নিতে পারেন । একদম সোজা

১। গ্রামীন ফোনের জন্য —*111*8*2#

২। রবির জন্য —*140*2*4# or, call 1200 & press 4 (it’s free)

৩। বাংলালিংক এর জন্য —*666# অথবা *666*8*2#

৪। এয়ারটেলের জন্য—*121*6*3#