অনেক সময় আমাদের নিজের বা বন্ধুর মোবাইলের নাম্বার জানা থাকে না। মোবাইল থেকে নিজের নাম্বার দেখার সহজ কিছু উপায় আছে ।যেমন আর একটা মোবাইলে কল দিয়ে আপনি জেনে নিতে পারেন ।
কিন্তু আপনি কল দিয়ে নাম্বার জানতে গেলেন, দেখলেন মোবাইলে যথেষ্ট পরিমানে ব্যালেন্স নেই বা আপনার কাছে আর কোন মোবাইল নেই । সেক্ষেত্রে আপনি নিচের দেখান মত উপায়ে সহজেই যে কোন নাম্বার জেনে নিতে পারেন । একদম সোজা
১। গ্রামীন ফোনের জন্য ---*111*8*2#
২। রবির জন্য ---*140*2*4# or, call 1200 & press 4 (it's free)
৩। বাংলালিংক এর জন্য ---*666# অথবা *666*8*2#
৪। এয়ারটেলের জন্য---*121*6*3#