ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণার পর জাতিসংঘ গাজার জন্য অতিরিক্ত ৪৫ লাখ ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক শুক্রবার (২১ মে) এ কথা জানান।
তিনি বলেন, “দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের জন্য এই সপ্তাহের শুরুর দিকে মানবিক সহায়তা হিসেবে জরুরি তহবিল সরবরাহের জন্য ১ কোটি ৪৫ লাখ ডলার দেয়ার ঘোষণার পর জরুরি ত্রাণ সরবরাহ সমন্বয়ক শুক্রবার অতিরিক্ত আরো ৪৫ লাখ ডলার সহায়তা দেয়ার কথা জানান।”
এদিকে জরুরি ওষুধ, খাবার ও জ্বালানি নিয়ে বিধ্বস্ত গাজায় পৌঁছেছে মানবিক সহায়তার প্রথম বহর। শনিবার (২২ মে) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, ১১ দিনের ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে প্রায় ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছেন।
ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় হামাসের কমপক্ষে ১৫০ যোদ্ধা নিহত হয়েছেন। হামাস অবশ্য নিজেদের যোদ্ধাদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। ইসরায়েলের স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, হামাসের রকেট হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে।
সানবিডি/এএ