ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামে জুভেন্তাস। তবুও তারা ঠিকই জয় পেয়েছে, হেরেছে প্রতিপক্ষ নাপোলিও। তুরিনের ক্লাবটি নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা।
রোববার (২৩ মে) রাতে বোলোনিয়াকে তাদের মাঠেই ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জুভেন্তাস। ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেন ফেদেরিকো চিয়েসা। এরপর আলভারো মোরাতা ও আদ্রিওঁ রাবিও গোল করে বিরতির আগেই ব্যবধান ৩-০ করে ফেলেন।
অন্যদিকে ভেরোনার বিপক্ষে ৬০ মিনিটে আমির রহমানির গোলে এগিয়ে যায় নাপোলি। কিন্তু নয় মিনিট বাদেই ডেভিড ফারাওনি ওই গোল শোধ দেন। ম্যাচের শেষ অবধি এই ব্যবধান থাকে। তাতে নিশ্চিত হয় জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগ খেলা।
চ্যাম্পিয়ন হওয়া জুভেন্তাসের সঙ্গে আতালান্তা, এসি মিলান ও জুভেন্তাস খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপা লিগে পাঁচ নম্বরে থাকা নাপোলির তাদের সঙ্গী ষষ্ঠ স্থানে থাকা লাৎসিও।