গেইনারে বস্ত্রখাতের ৫ কোম্পানি

প্রকাশ: ২০১৬-০১-১৫ ১৩:১৭:২২


5-Compnies-logo-600x371সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় উঠে এসেছে বস্ত্রখাতের ৫ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে দ্য ঢাকা ডাইং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, তাল্লু স্পিনিং, ডেলটা স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সপ্তাহে দ্য ঢাকা ডাইংয়ের শেয়ারের দর বেড়েছে ২৩ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৬০০ টাকার শেয়ার। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৮ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা বস্ত্রখাতের অপর কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২০ দশমিক ৮১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৩৫ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বস্ত্র খাতের তৃতীয় কোম্পানি হচ্ছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১১ কোটি ৭২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্সে ৩০ দশমিক ০৮ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে ১৮ দশমিক ২৯ শতাংশ, তাল্লুতে স্পিনিংয়ে ১৭ দশমিক ৩২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১৭ শতাংশ, ডেল্টা স্পিনার্স ১৬ দশমিক ৮৫ শতাংশ, ইন্টান্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসে ১৬ দশমিক ৬৭ শতাংশ ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডে ১৬ দশমিক ১৫ শতাংশ দর বেড়েছে।

সানবিডি/ঢাকা/আহো