বুধবার (২৬ মে) সারাদেশে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। গ্রহণটি ওইদিন বাংলাদেশ সময় ৫টা ০৯ মিনিটে শুরু হয়ে ৭টা ৫১ মিনিটে শেষ হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চন্দ্রগ্রহণটি বাংলাদেশে বুধবার (২৬ মে) ৫টা ০৯ মিনিটে শুরু হয়ে ৭টা ৫১ মিনিটে শেষ হবে। www.bmd.gov.bd/astronomy/eclipse ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
উল্লেখ্য, চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় থাকলে এবং চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়লে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণে পৃথিবীর কাছাকাছি চাঁদ চলে আসায় তা দেখতে তুলনামূলক বড় হয়। তখন সেই চাঁদকে সুপার মুনও বলা হয়। এমন পরিস্থিতিতে চাঁদের উজ্জ্বলতা তুলনামূলক বেশি মনে হয়।