জ্বালানি তেল রফতানি বাড়িয়েছে বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক। চলতি মাসে জোটটি প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে জ্বালানি তেল রফতানি বাড়ায়। এদিকে ওপেক-বহির্ভূত দেশগুলোর সংগঠন ওপেক প্লাস তেলের বাজার চাঙ্গা করতে সরবরাহ ও উত্তোলন হ্রাসের নীতি অনুসরণ করে আসছিল। তবে করোনা মহামারীতে সৃষ্ট সংকটে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা হাতে নেয় জোটটি। ওপেক প্লাস চলতি মাসে দৈনিক সাড়ে তিন লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বৈশ্বিক জ্বালানি তেল বাণিজ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পেট্রো লজিস্টিকস এ তথ্য জানায়। খবর অয়েলপ্রাইসডটকম।
চলতি বছরের এপ্রিলের শুরুতে ওপেক প্লাস জোটভুক্ত দেশগুলোর মন্ত্রিপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে পরবর্তী তিন মাসে তেল উত্তোলন ধারাবাহিকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী মে ও জুলাইয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে জ্বালানি তেল সরবরাহ বাড়াবে জোটটি। এছাড়া মে ও জুনে দৈনিক সাড়ে তিন লাখ ব্যারেল ও জুলাইয়ে চার লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর কথা জানায় ওপেক প্লাস।
সানবিডি/এনজে