উচ্ছেদ অভিযান: রাতে ১২ বিলবোর্ড অপসারণ

প্রকাশ: ২০১৬-০১-১৫ ১৩:৫৩:১৫


ucchedনগরীর চারটি পয়েন্টে অভিযান চালিয়ে ১২টি বিলবোর্ড অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমান আদালত। এ অভিযানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনকে সহায়তা করেছেন জেলা প্রশাসনের আরও চারজন ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এর আগে দিনের বেলায় বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নগরীতে যানজটের সৃষ্টি হয়, সচেতন মহলের দাবির প্রেক্ষিতে এবার তাই রাতে অভিযান চালালো চসিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতভর অভিযানে নগরীর দেওয়ানহাট থেকে ২টি, ২ নম্বর গেট থেকে ৩টিসহ মোট ১২টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। নগরীর অক্সিজেন, মুরাদপুর, ২ নম্বর গেট, টাইগার পাস ও বন্দর এলাকায় এ অভিযান চালানো হয়।

এ অভিযান সহায়তা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, তামিম আল ইয়ামীন, আগ্রাবাদের সহকারী কমিশনার (ভূমি) হাসনাত মোরশেদ, চান্দগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন। কোন ধরনের সমস্যা ছাড়াই প্রথম দিনের উচ্ছেদে অভিযান শেষ হয়েছে, বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

নগরীর দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদে সহায়তা করছে জেলা প্রশাসন। আমিসহ চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের সাথে বিলবোর্ড উচ্ছেদ করেছি। নগরীর আলাদা চারটি পয়েন্টে এ উচ্ছেদে অভিযান চালানো হয়।
নগরীর অক্সিজেন এলাকায় উচ্ছেদে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে থাকা বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নগরীর অন্যান্য এলাকার মত অক্সিজেন মোড় থেকে মুরাদপুর পর্যন্ত অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রমে বায়েজিদ থানা পুলিশ সহায়তা করে। কোন ধরনের সমস্যা ছাড়াই উচ্ছেদ অভিযান শেষ হয়েছে। পুলিশ ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সাথে ছিলো বলে জানান তিনি।

সানবিডি/ঢাকা/আহো