বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

প্রকাশ: ২০১৬-০১-১৫ ১৪:২৪:১৮


ijtima_98683টঙ্গীর তুরাগ তীরে ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। দুপুর দেড়টায় জুমার নামাজ শুরু হয়। শেষ হয় ১টা ৪৮ মিনেটে। নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। শুক্রবার শুরু হওয়ার দ্বিতীয় দফার ইজতেমায় অংশ নিতে দেশ-বিদেশের লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হন। মুসল্লিদের পদচারণায় পুরো ইজতেমা ময়দান পরিণত হয় জনসমুদ্রে। ইজতেমা ময়দানে স্থান না পেয়ে মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন সেখানেই নামাজ আদায় করেছেন।

এদিকে ইজতেমায় যোগদানকারী মুসুল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমার মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসুল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নামাজ শেষে আত্মশুদ্ধি, দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভের আশায় মুসল্লিরা দোয়া করেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানকে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। তারা জেলাওয়ারি খিত্তায় অবস্থান করছেন। মুসল্লিদের আল্লাহু আকবার জিকিরে ইজতেমাস্থলে ধর্মীয় পরিবেশ বিরাজ করছে। তবে গত পর্বে অংশগ্রহণকারী জেলাসমূহের মুসল্লিরা ২য় পর্বে অংশ নিচ্ছেন না। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হবে। উল্লেখ্য, ৮ জানুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

সানবিডি/ঢাকা/আহো