মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা ঘোষণা করে সরকার। মাত্র ৪ শতাংশ সুদে দেয়া এসব ঋণ প্রকৃত উদ্যোক্তাদের অনেকেই পাননি বলে অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত গঠিত কমিটিতে অভিযোগের পরও ঋণ না পাওয়া উদ্যোক্তাদের বিশেষ সুবিধার ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সারা দেশে দুই বছরে ১০০ কোটি টাকার ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে চট্টগ্রামের ২৭ জন উদ্যোক্তাকে ৬৮ লাখ টাকার ঋণ দেয়া হয়েছে। বঞ্চিত উদ্যোক্তাদের মধ্যে পর্যায়ক্রমে ঋণের পরিমাণ আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তারা।
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মার্চের শেষ দিকে সারা দেশে প্রায় তিন মাসের সাধারণ ছুটি দেয়া হয়। স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হন উদ্যোক্তারা। এ ক্ষতি পুষিয়ে নিতে ওই সময়ে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর মধ্যে চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৪৪৬ জন উদ্যোক্তাকে ৯৭১ দশমিক ২৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। যদিও এ ঋণের অধিকাংশ প্রকৃত উদ্যোক্তারা পাননি বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিশেষ ঋণ সুবিধা না পেয়ে চট্টগ্রাম বিসিকের কাছে অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রামের ৫৬ জন ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর উদ্যোক্তা, যার পরিপ্রেক্ষিতে বিসিকের পক্ষ থেকে এসব উদ্যোক্তাকে স্বল্প সুদের ঋণ দেয়া হচ্ছে।
সানবিডি/এনজে