রাজউক নিয়ে দুদকের গণশুনানি ২৭ জানুয়ারি
প্রকাশ: ২০১৬-০১-১৫ ১৪:৩৫:৩৯

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নাগরিকসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২৭ জানুয়ারি এক গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টা থেকে গণশুনানি অনুষ্ঠিত হবে।
দুদক সূত্রে এ তথ্য জানা গেছে, নাগরিকসেবা নিয়ে রাজউকের বিরুদ্ধে নানা বিতর্ক ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে হয়রানির শিকার ও ভুক্তভোগীদের নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে দুদক পরিচালক নাসির আনোয়ার বলেন, রাজউকের সেবা পাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার। বিষয়টি নিয়ে রাজউক কর্মকর্তাদের মাঝে জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের বিষয়ে গণশুনানির আয়োজন করা হলেও রাজউক নিয়ে এটি প্রথম। তিনি রাজউকের দুর্নীতি বিষয়ে জনগণকে আওয়াজ তোলার আহ্বান জানান।
এর সুফল বুঝতে পারলে ধীরে ধীরে জনগণের অংশগ্রহণ বাড়বে; একইসঙ্গে এ উদ্যোগ রাজউক কর্মকর্তাদের জবাবদিহি ও সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলেও আশা করেন দুদক পরিচালক।
শুনানিতে অংশগ্রহণের জন্য ২৫ জানুয়ারির মধ্যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের সঙ্গে যোগাযোগ করতে হবে। রাজউকে জমির নামজারি, নকশা অনুমোদন, প্লটের দখল অথবা হস্তান্তর ইত্যাদি সেবা গ্রহণের ক্ষেত্রে যারা হয়রানির শিকার হচ্ছেন, তারা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ গণশুনানিতে অংশ নিতে পারবেন। তবে ভুক্তভোগীকে সরাসরি নিজের অভিযোগ করতে হবে।
গণশুনানিতে মডারেটর হিসেবে দায়িত্ব থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতার হোসেন। রাজউক সদস্য ভূমি, উন্নয়ন এবং পরিকল্পনা ও উপ-পরিচালকরা এতে উপস্থিত থেকে বিভিন্ন অভিযোগের জবাব দেবেন।
এছাড়া গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এবং দুই কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহম্মদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।
সানবিডি/ডাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













