আন্ডার কনস্ট্রাকশন দিয়ে পর্দা উঠলো উৎসবের

প্রকাশ: ২০১৬-০১-১৫ ১৪:৪৩:৫৮


festivalমেধাবী নির্মাতা রুবাইয়াত হোসেনের দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল গেল বছরের ডিসেম্বরে। কিন্তু ‘ঢাকা ফিল্ম ফেস্টিভাল’-এর চতুর্দশ আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ছবিটি প্রদর্শনের প্রস্তাব করায় সেই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে মুক্তি পিছিয়ে দিয়েছিলেন রুবাইয়াত। অতঃপর ভিনদেশে ছবিটি ব্যাপক প্রশংসা আর পুরস্কার জয়ের খবর মাথায় নিয়ে বাংলাদেশের দর্শক প্রথমবার ‘ঢাকা ফিল্ম ফেস্টিভাল’-এর উদ্বোধনী আসরে দেখার সৌভাগ্য অর্জন করলেন ‘আন্ডার কনস্ট্রাকশন’।

জানা গেছে, ১৪ জানুয়ারি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ‘চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার  সোসাইটি’ স্লোগানে এবং রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই আন্তর্জাতিক মানের উৎসবটি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটু দেরী করেই শুরু হয়। উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উপস্থিত আলোচকরা এই সময়ে বাংলাদেশসহ বিশ্বের কৃস্টি-কালচারের উপর মৌলবাদ ও প্রতিক্রিয়াশীলদের যে বদ নজর পড়েছে তাকে মোকাবেলা করতে চলচ্চিত্রকে শক্ত হাতিয়ার বলে উল্লেখ করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রখ্যাত সিরীয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস ও নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আনিয়া ব্রেইন মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে ‘চতুর্দশ ঢাকা ফিল্ম ফেস্টিভাল’-এর উদ্বোধন করেন। আর আলোচনা অনুষ্ঠান আর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পরেই বাংলাদেশে প্রথমবার দেখানো হয় রুবাইয়াত হোসেনের আলোচিত ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’।

চলচ্চিত্রটি প্রদর্শনের আগে মঞ্চে ডাকা হয় নির্মাতা রুবাইয়াতসহ ছবির কলাকূশলীদের। আর সেখানেই রুবাইয়াত জানালেন ঢাকা ফিল্ম ফেস্টিভালে তার ছবিকে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শনীর কথা, তা না হলে আগেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেত বলেও জানালেন। তবে এমন সুযোগের জন্য ফেস্টিভাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি। বাংলাদেশের দর্শকদের সামনে ‘আন্ডার কনস্ট্রাকশন’ প্রদর্শনীকে তিনি কঠিন পরীক্ষা বলেও মন্তব্য করেন। কারণ দেশিয় দর্শকদের আলোচনা-সমালোচনার জন্যই তিনি মূলত ছবি করেন বলে জানালেন।

উল্লেখ্য, উৎসবে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও উৎসবে আফগানিস্তান, আর্জেন্টিনা, আরমেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলজিয়াম, ব্রাজিল, কম্বডিয়া, কানাডা, চিলি, চীন, কিউবা, চেকরিপাবলিক, ডেনমার্ক, মিশর, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জর্জিয়া, গ্রিস, গুয়েতেমালা, আইসল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইতালি, জাপান, জেরুজালেম, জর্ডান, কাজাকিস্তান, কেনিয়া, কসোভো, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, মরক্কো, মিয়ানমার, নেপাল, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইনস, পোল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, তিব্বত, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম এবং ভেনিজুয়েলার চলচ্চিত্র দেখানো হবে।

উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও ধানমণ্ডির ইএমকে সেন্টারে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

সানবিডি/ঢাকা/আহো