জয় দিয়ে বছর শুরু টাইগারদের

আপডেট: ২০১৬-০১-১৬ ১৪:০৪:০৫


Bangladesh cricketer Shakib Al Hasan (R) celebrates with his teammate Nurul Hasan (L) after the dismissal of the Zimbabwe cricketer Vusi Sibanda during the first T20 cricket match between Bangladesh and Zimbabwe at the Sheikh Abu Naser Stadium in Khulna on January 16, 2016. AFP PHOTO/ Munir uz ZAMAN / AFP / MUNIR UZ ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

জয় দিয়ে বছর শুরু করল টাইগাররা। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়েকে চার উইকেট হারিয়ে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

এদিন জিম্বাবুয়ের দেয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায় মাশরাফিরা। বাংলাদেশের পক্ষে সাব্বির রহমান সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া তামিম ইকবাল ২৯, মুশফিকুর রহিম ২৬ ও সাকিব আল হাসান ২০* রান করেন। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে ভুসি সিবান্দা ও হ্যামিলটন মাসাকাদজা ওপেনিং জুটিতে ১০১ রান করেন।

সিবান্দা ৪৬ রান আউট হলেও হ্যমিলটন মাসাকাদজা ৫৩ বল খেলে ৭৯ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ২টি, আল-আমিন হোসেন ২টি ও সাকিব আল হাসান ১টি করে উইকেট নেন।

এদিন জিম্বাবুয়ের দেয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ব্যক্তিগত ৭ রান করেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। আর সপ্তম ওভারে গ্রায়েম ক্রেমারের বল তুলে মারতে গিয়ে সিবান্দার হাতে ক্যাচে পরিণত হন তামিম ইকবাল।

দশম ওভারে বোল্ড হয়ে যান শুভাগত হোম (৬)। ১৫তম ওভারে ক্রেমারের বল তুলে মারতে গিয়ে ম্যালকম ওয়ালারের হাতে ধরা পড়েন সাব্বির রহমান। ফেরার আগে ৩৬ বল খেলে ৪৬ রান করেন তিনি।

১৬তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বল বাতাসে ভাসিয়ে খেলেন মুশফিকুর রহিম। সেটি গিয়ে পড়ে সিকান্দার রাজার হাতে। ১৭তম ওভারে ক্লিন বোল্ড হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ (৭)।

সানবিডি/ঢাকা/রাআ