আসন্ন নতুন অর্থবছরের বাজেটে বিদ্যুতের বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন এবং সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে জ্বালানি খাতে দেশীয় উৎস থেকে গ্যাস আহরণের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২১-২২ অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩ হাজার ৫৬৭ কোটি ১৪ লাখ টাকা প্রস্তাব করা হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে ৩০ হাজার ৭০৬ কোটি ৩৫ লাখ টাকা এবং জ্বালানি খাতে ২ হাজার ৮৬০ কোটি, ৭৯ টাকা বরাদ্দের প্রস্তাব থাকবে। এই দুই খাতে মোট প্রকল্প নেওয়া হয়েছে ১০৩টি। এরমধ্যে বিদ্যুৎ বিভাগে ৭৫টি। আর জ্বালানি বিভাগে ২৮টি প্রকল্প।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাজেট সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, এবার বিদ্যুতের বিতরণ ও সঞ্চালনের উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে বাজেটে।
সানবিডি/এনজে