আমি সতী-সাবিত্রী নই: কঙ্গনা
আপডেট: ২০১৬-০১-১৫ ২০:৪২:৪৪

বলিউড দুনিয়ায় শুরু থেকেই বোল্ড অভিনয়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট বক্তব্যের জন্য বেশ জনপ্রিয় কঙ্গনা রানাওয়াত। অন্য ধারার অভিনয়েও দর্শকের মন কেড়েছে শুরু থেকেই।
কঙ্গনার অভিনয় প্রতিভার প্রমাণ আমরা পেয়েছি তাঁর অভিনীত গ্যাংস্টার, লাইফ ইন এ মেট্রো, ফ্যাশন, কুইন, তান্নু ওয়েডস্ মান্নু ইত্যাদি অনেক সিনেমাতেই। তিনি কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তিনি আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
সম্প্রতি তিনি একটি প্রেস মিটে সোজা-সাপটা বলেন, “আমি সতী-সাবিত্রী নই, হতেও চাই না।”
তিনি আরও বলেন, “ভারতীয়রা এমনিতেই একটু বেশি সহানুভূতিশীল এবং সব সময়ই অনুনয়-বিনয়ের উপর নির্ভরশীল। তাদের আরও বেশি দৃপ্ত, বলিষ্ঠ হয়ে উঠতে হবে ভবিষ্যতে। এতে তারা তাদের জীবনকে আরও ভাল ভাবে উপভোগ করতে পারবে।”
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













