বোমাটি আমেরিকাকেও নিশ্চিহ্ন করে দিতে পারে!
প্রকাশ: ২০১৬-০১-১৫ ২১:০১:৫৩

কোনও গুজব ছড়াতে নয়, সত্যিই মাটির নীচে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তাদের দেশ। আর তা এতটাই শক্তিশালী যে গোটা আমেরিকাকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে এমনটাই দাবি করল উত্তর কোরিয়ার প্রতিনিধিদল।
গত কয়েকদিন আগে হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। যার জেরে বিস্তির্ন এলাকায় প্রবল ভুকম্পের সৃষ্টি হয়। যদিও সত্যি উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল না শুধুমাত্র ভয় দেখাতেই এই খবর ছড়িয়েছিল তা নিয়ে রাজনৈতিকমহলে শুরু হয় জোর চর্চা। সবথেকে বড় বিষয়টি হল, হাইড্রোজেন বোমা ফাটানোর পর থেকে কার্যত মুখে কুলুপ আটে উত্তর কোরিয়া। ফলে বোমা কি সত্যি ফাটানো হয়েছিল, সেই জল্পনা আরও বাড়তে থাকে। অবশেষে জবাব দিল উত্তর কোরিয়া।
সম্প্রতি দেশের সংবাদ সংস্থার পাঠানো একটি রিপোর্ট রাষ্ট্রপুঞ্জে পেশ করেছে প্রতিনিধিদল। তাতে জানানো হয়েছে, ৬ জানুয়ারির ওই পরীক্ষা আদৌ কোনও ‘হুমকি’ নয়। কাউকে প্ররোচনা দিতেও এ কাজ করেনি উত্তর কোরিয়া। শুধু বার্তা দিতে চেয়েছে, তারা পরমাণুশক্তিধর দেশ। আমেরিকাকে জবাব দিতে সক্ষম। রিপোর্টে এ-ও লেখা হয়েছে, ‘‘হাইড্রোজেন বোমা ফাটানোর জন্য উত্তেজনায় টগবগ করে ফুটছেন উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা…। এক মুহূর্তে গোটা আমেরিকাকে উড়িয়ে দিতে পারেন তাঁরা।’’
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফে জানানো হয়েছে, হাইড্রোজেন বোমার বিষয়টি তারা যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করছে। তাই উত্তর কোরিয়ার উপর কঠিনতর নিষেধাজ্ঞা জারির কথা ভাবা হচ্ছে। খুব শীঘ্রই সে বিষয়ে একটি প্রস্তাব আনা হবে রাষ্ট্রপুঞ্জে।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













