পাহাড়-টিলার বুক জুড়ে শুধুই আনারস, কোটি টাকায় বিক্রির আশা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৫-২৭ ১৬:০৫:৩১
মৌলভীবাজারের পাহাড়-টিলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সুস্বাদু রসালো ফল আনারস। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর মৌসুমি এ ফলের ফলনও হয়েছে ভালো। বাজারে উঠতে শুরু করেছে আনারস। আনারস কিনতে ভোর থেকেই বিভিন্ন স্থানের পাইকাররা এসে জড়ো হন শ্রীমঙ্গলের আড়তে। এতে ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
পাহাড়-টিলার বুক চিরে বেশ সাজানো গোছানো আনারস বাগান। থোকা থোকা গাঢ় সবুজের পাখনায় ডানা মেলেছে- শত শত কাঁচা-পাকা-আনারস। মৌলভীবাজারের বিভিন্ন পাহাড়-টিলার বুক জুড়ে এখন শুধু আনারস আর আনারস।
জেলা সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় আনারস চাষ হলেও সবচে বেশি চাষাবাদ হয় শ্রীমঙ্গল উপজেলায়। এখানে সুস্বাদু হানিকুইন, জায়েন্ড কিউ ও ক্যালেন্ডার এ তিনটি জাতের আনারস উৎপাদন হয়। তবে বিলাতিজাতের হানিকুইন আনারসই উৎপাদন হয় বেশি আর এর চাহিদাও ব্যাপক।
শ্রীমঙ্গল আড়ত সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, প্রতিদিন আট লাখ টাকার আনারস বিক্রি হচ্ছে এখন। আর ভরা মৌসুমে প্রায় কোটি টাকা আনারস বিক্রির আশা তার।
মিনিট্রাক, জিপ, সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দেশের বিভিন্ন আনারস পৌঁছে যাছে এ আনারস।
কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, জেলায় চলতি বছর ১ হাজার ২০৬ হেক্টর পাহাড়ি জমিতে উৎপাদন হয়েছে বিশ হাজার ৫ শো ২ মেট্রিক টন আনারস।
সানবিডি/এএ