অর্ধেক সময় পার করেছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে মেলা। ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতির পাশাপাশি বেচাবিক্রি হচ্ছে আশানুরূপ। শুক্রবার ছিল মেলার ১৫তম দিন। এদিন মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ও বেচাবিক্রিতে আয়োজক কর্তৃপক্ষ, মেলায় অংশ নেয়া কোম্পানিগুলো সবাই খুশি। এদিকে একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় ভারী পণ্য থেকে শুরু করে একেবারে ছোট পণ্যটি মেলায় একসঙ্গে পেয়ে ক্রেতারাও বেজায় খুশি।
বিক্রেতারা জানান, আজকের এ দিনটির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে তাদের কাছে ধরা দিল দিনটি। তারা জানান, এ বছর মেলা খুব ভালোভাবে হচ্ছে। শুরু থেকে এখন পর্যন্ত কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। মেলার প্রথম দিকে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিত মোটামুটি থাকলেও বেচাবিক্রি তেমন হয়নি। তবে মেলার ১০ দিন পর থেকে ভালো বেচাবিক্রি হচ্ছে। আর আজ (গতকাল) শুক্রবার বেচাবিক্রিতে আমাদের ধারণাকেও ছাড়িয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, মেলার বাকি দিনগুলো এ ধারা অব্যাহত থাকলে মেলায় অংশ নেয়া সব কোম্পানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
শুক্রবার মেলা ঘুরে ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ১৫তম দিনে মেলা তার যৌবন ফিরে পেয়েছে। দর্শনার্থীর পাশাপাশি বেড়েছে বেচাকেনাও। সকাল থেকেই মেলায় প্রবেশ পথে চোখে পড়ে দীর্ঘ লাইন। বিকালে তা মানবজটে পরিণত হয়। পার্কিং স্পেসসহ আশপাশের স্থানগুলো ভরে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এমনকি সন্ধ্যায় মেলা ছাড়াও আশপাশের কোথাও জায়গা খালি ছিল না। গাড়ি রাখারও জায়গা হয়নি শুক্রবার।
মেলা ঘুরে দেখা যায়, অধিকাংশ স্টল-প্যাভিলিয়নেই প্রচুর ক্রেতা সমাগম। খোলা জায়গাগুলোতেও চোখে পড়ে মানুষের ভিড়। বিশেষ করে গৃহাস্থালি পণ্য, ক্রোকারিজ, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, সিরামিক ও বিভিন্ন কাপড়ের পণ্যের স্টল-প্যাভিলিয়নগুলোয় অপেক্ষাকৃত বেশি ভিড়। এসব প্যাভিলিয়নে শোভা পাচ্ছে স্ব স্ব কোম্পানির নজরকাড়া সব পণ্য।
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব রেজাউল করিম জানান, মেলা মানে ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা। আর আন্তর্জাতিক এ মেলার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখানে শুধু মেলা নয়, একই ছাদের নিচে পছন্দের পণ্য কেনাকাটা, বিনোদন, যান্ত্রিক শহরের মধ্যে নিরিবিলি পরিবেশে সময় কাটানোসহ সব ধরনের সেবা পাওয়ার কারণে মেলায় আকর্ষণ আরো বেশি। এ কারণে ছুটির দিনে সারা সপ্তাহ যারা ব্যস্ত থাকেন তারাও আজ (শুক্রবার) ছুটে এসেছেন। সব মিলে ২১তম বাণিজ্যমেলা আজ আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
মেলায় অংশ নেয়া সনি র্যাংগস প্যাভিলিয়ন ইনচার্জ সারোয়ার জাহান চৌধুরী জানান, ছুটির দিনসহ সব শুক্রবার ক্রেতা-দর্শনার্থীদের ভিড় সবসময় হয়ে থাকে। তবে আজকের (শুক্রবার) এ দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। আজ শুধু উপস্থিতি নয়, আশানুরূপ বিক্রিও হচ্ছে। মেলার অর্ধেক সময় এসে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ব্যবসায়ীদের আশা জাগিয়েছে। উপস্থিতির সঙ্গে আশানুরূপ বেচাবিক্রি। এভাবে মেলার বাকি দিনগুলো থাকলে সব কোম্পানির টার্গেট পূরণ হবে।
ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ আকরামুজ্জামান অপু জানান, গত বছরের চেয়ে এবার মেলার অবস্থা খুবই ভালো। এবার রাজনৈতিক কোনো অস্থিরতা না থাকাতে শান্তিপূর্ণভাবে সবকিছু হচ্ছে। মেলার প্রথম দিন থেকে ক্রেতা-দর্শনার্থীদের ভালো সাড়া পেয়েছি। তবে মেলার যত দিন বাড়ছে ক্রেতাদের সাড়া আরো বেশি মিলছে। তিনি বলেন, ওয়ালটন দেশীয় ব্র্যান্ড হওয়ায় এ প্যাভিলিয়নে মানুষের একটা আলাদা আগ্রহ রয়েছে। এজন্যই প্রচুর মানুষ মেলার শুরু থেকেই এখানে আসছেন। প্রতিদিনই প্যাভিলিয়নে প্রচুর দর্শনার্থী এলইডি টিভি, ফ্রিজ ও মোটরসাইকেলসহ গৃহাস্থলি পণ্য দেখতে এলেও তারা ফ্রিজ ও মোবাইল ফোন বেশি কিনছেন।
ওয়ালটন প্যাভিলিয়নের কর্মকর্তারা জানান, মেলার শুরুতেই ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে তাদের প্যাভিলিয়ন। ব্যাপক প্রশংসিত হচ্ছে এনার্জি সেভিং ও পরিবেশ বান্ধব উচ্চপ্রযুক্তির এলইডি বাল্ব ও সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি। হট কেকে পরিণত হয়েছে ওয়ালটনের নতুন ডোনাট মেকার, স্যান্ডউইচ মেকার, কেক মেকার ও ট্রাভেল ব্লেন্ডার পণ্যসামগ্রী।
তিনি আরো জানান, গত বছরের চেয়ে এবার বেশি বিক্রি হচ্ছে। মেলার বাকি দিনগুলোতে আরো বেশি বিক্রি হবে। বরাবরের মতো এবারো সেরা ভ্যাটদাতা হিসেবে পুরস্কৃত হবে ওয়ালটন বলে আশাবাদী তিনি।
মেলা ঘুরে দেখা গেছে, প্রযুক্তির উৎকর্ষতায় রান্না ঘরের ঝামেলা থেকে গৃহিণীদের মুক্তি দিতে বিভিন্ন প্যাভেলিয়নে বিক্রি হচ্ছে ইন্ডাকশন চুলা, ইলেকট্রিক প্রেসার কুকারসহ নানা ধরনের গৃহাস্থলি পণ্য। দেশীয় প্রতিষ্ঠান আরএফএলের প্যাভিলিয়নে ইলেকট্রনিক পণ্যের নতুন ব্র্যান্ড ভিশনের রয়েছে বিভিন্ন ধরনের পণ্য। বিক্রিও হচ্ছে আশানুরূপ। প্যাভিলিয়নে কর্মরত বিক্রয় কর্মীরা জানান, নামের কারণেই উপচেপড়া দর্শকক্রেতা আরএফএলের প্যাভেলিয়নে আসছেন। বেচাবিক্রিও প্রচুর হচ্ছে বলে তিনি জানান।
মিনিস্টার প্যাভিলিয়ন ইনচার্জ মো. মামুন জানান, ক্রেতাদের উপস্থিতি ও বেচাবিক্রিও মোটামুটি ভালো। আজ (গতকাল) দর্শনার্থীদের প্রচুর ভিড়। এ ভিড় এখন থেকে প্রতিদিনই থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আধুনিক সব ছোঁয়া ওয়ালটন টিভিতে
নতুন ও আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখন ওয়ালটন টেলিভিশনে। থ্রিডি এবং ফোরকে সাপোর্ট, ইউএসবি সুবিধা, ইন্টারনেট সাপোর্ট এবং ডাউনলোড, ওয়াই-ফাই, স্মাট ও অ্যান্ড্রয়েডটিভিসহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে এ টেলিভিশনে। ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৬ তে এসব পণ্য প্রচার এবং ক্রেতাদের আকৃষ্ট করতে হাজির হয়েছে দেশীয় কোম্পানি ওয়ালটন। মেলায় বিক্রি বাড়াতে এ পণ্যে বাজার মূল্যের চেয়ে সর্বোচ্চ ৭ শতাংশ ছাড়ও দিচ্ছে তারা। গতকাল মেলার তৃতীয় শুক্রবার ওয়ালটন প্যাভিলিয়ন ঘুরে এমন সব তথ্য জানা গেছে।
ওয়ালটন প্যাভিলিয়ন ঘুরে জানা গেছে, ওয়ালটনের এলইডি, স্মাট ও অ্যান্ড্রয়েডটিভির বেশকিছু মডেল গ্রাহকদের চাহিদা পূরণ করছে। এর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে ওএলইডি টিভি এবং ইএলইডি টিভি বাজারে আনতে যাচ্ছে। এটি প্রচারে মেলায় দুটি মডেল এনেছে তারা। মডেলের গায়ে লেখা আছে আসছে।
স্টাইলিস্ট স্টান্ডের ৫৫ ইঞ্চি এ টেলিভিশনের একটি মডেল ওয়ালটন ওএলইডি টিভি বা অর্গানেক এলইডি টিভি। এতে থ্রিডি এবং ফোরকে সাপোর্ট, অনেক পাতলা, চশমা ছাড়া খুব স্পষ্ট ছবি দেখা যায়। ইউএসবি সুবিধা, এইচডিএমআই, পিসি ইন, অডিও আউটপুট সাইন্ড সিসটেম, বিলটিন করা, স্টাইলিস্ট স্টান্ড, ল্যাপটপ চার্জসহ আধুনিক সব সুবিধা রয়েছে।
স্টাইলিস্ট স্টান্ডের ৫৫ ইঞ্চির আরেকটি মডেলের নাম অর্গানিক এলইডি বা ইএলইডি টিভি। এ টিভিগুলোর এলইডি ভাল্ব এক কর্নারে থাকে। এতে থ্রিডি এবং ফোরকে সাপোর্টসহ ওএলইডি টিভির সব সুবিধা রয়েছে।
ওয়ালটনের বিক্রয় কর্মকর্তা কায়সার জানান, এ মডেলটি প্রচার এবং গ্রাহকের দৃষ্টি আকর্ষণের জন্য মেলায় আনা হয়েছে। এখন বাজারে আসেনি। খুব দ্রুত এটির দাম নির্ধারণ করে বাজারে আনা হবে।
এ স্টল ঘুরে আরো দেখা গেছে স্মার্ট এবং অ্যান্ড্রয়েডটিভি। এর ৫৫ ইঞ্চি, ৪৯ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি তিনটি সাইজ রয়েছে। এতে অ্যান্ড্রয়েড সুবিধা, ইন্টারনেট সুবিধা, ডাউনলোড, ওয়াই-ফাই এবং ব্রডব্যান্ডের মাধ্যমে নেট সংযোগ করা যাবে। এতে আরো আছে ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই, ওয়াইপিবিপিআর, এভি,। এর অ্যান্ড্রয়েড স্পেস- সিপিভি : এআরএম কোয়ার্ড ক্রোর, র্যাম ৫১২ ইন্টারন্যাল, স্টোরেজ ৪জিবি, রেজুলেশন ফুল এইচডি। এছাড়া, ১৯ ইঞ্চি, ২৪ ইঞ্চি, ২৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির এলইডি টিভি নিয়ে মেলায় এসেছে ওয়ালটন। মেলা উপলক্ষে ২৪ ইঞ্চি, ২৮ ইঞ্চি, ৩২ ইঞ্চির টিভিতে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
ওয়ালটনের বিক্রয় কর্মকর্তা কায়সার জানান, এবারের মেলায় গ্রাহকদের নতুন আকর্ষণ স্মার্ট এবং অ্যান্ড্রয়েডটিভি। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা এ পণ্য এনেছি। এজন্য গ্রাহকদের যথেষ্ট রেসপন্স পাচ্ছি। ৭ শতাংশ বিশেষ ছাড় দিচ্ছি। কায়সার জানান, অনলাইনের মাধমে কেউ টিভি কিনলে ৭ শতাংশ ছাড় ছাড়া বাকি সব মডেলের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেয়া হবে।
উল্লেখ্য, মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য বা টিকিট মূল্য ৩০ এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকছে ২০ টাকা করে।