ভারতের দিল্লিতে আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হয়েছে। সোমবার (৩১ মে) থেকে শুরু হবে এ লকডাউন। তবে এবারের লকডাউনে বেশ কিছুক্ষেত্রে ছাড় রয়েছে। নতুন নির্দেশিকার আওতায় উৎপাদন ও নির্মাণ ব্যবসাকে ছাড় দেওয়া হয়েছে। খবর জি২৪ ঘণ্টার।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, অনেকদিন পর একদিনে প্রায় ৯০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আমি আশা করছি, আগামী সপ্তাহে সংক্রমণ আরও কমতে পারে। তখন আরও বেশ কিছুতে ছাড় দেওয়া হবে। আমরা চাই অর্থনৈতিক কার্যক্রম আবার আগের মতো শুরু হোক, অর্থনীতিকে চাঙ্গা করতে হবে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কমেছে। শনিবার (২৯ মে) দেশটিতে দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লাখ ৭৩ হাজারে। রোববার (৩০ মে) তা আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। যা গত ছয় সপ্তাহে সব থেকে কম।
একইসঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু সাড়ে তিন হাজারের নিচে নেমেছে। রোববার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার (৩০ মে) পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জনের।