হিলিতে ফের বেড়েছে চালের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-৩০ ১৪:১৬:১৭

দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দরে ফের বাড়তে শুরু করেছে চালের দাম।চলতি বোরো মৌসুমে ধান উৎপাদন ভালো হওয়া সত্ত্বেও চালের দাম বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তারা। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিপ্রতি ২-৩ টাকা বেড়েছে। ধানের দরবৃদ্ধি ও ভারত থেকে চাল আমদানি বন্ধ হওয়ায় চালের বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি বাজারে দেখা যায়, স্বর্ণা জাতের চাল এক সপ্তাহ আগে ৪২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ৪৪-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। রত্না জাতের চালের দাম ৪৪ থেকে বেড়ে কেজিপ্রতি ৪৬-৪৭ টাকায় বিক্রি হচ্ছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













