শাবিতে বর্ণাঢ্য আয়োজনে চলছে “ঋদ্ধ ইন্ট্রো-১৩”
প্রকাশ: ২০১৬-০১-১৬ ১৪:২৮:১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীদের (২৪তম ব্যাচ) নিয়ে গঠিত সংগঠন “ঋদ্ধ” তার পরিচিতিমূলক অনুষ্ঠান “ঋদ্ধ ইন্ট্রো-১৩”-এর তিন দিনব্যাপী অয়োজনের মাধ্যমে শনিবারও উৎসব আনন্দে ক্যাম্পাসকে মাতিয়ে রেখেছে। শনিবার তৃতীয় দিনের আয়োজনের মধ্যে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, বিকালে ম্যাগাজিন ‘ঋদ্ধ’র মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণী এবং সন্ধ্যায় ডিজেপার্টির মাধ্যমে পর্দা নামবে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের।
এর আগে অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবারের অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল দশটায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিলেট শহরজুড়ে সাইকেল র্যালি এবং দুপুরে মধ্যাহ্নভোজ এবং বিকাল তিনটা থেকে হ্যান্ডবল মাঠে আয়োজিত কনসার্টে সঙ্গীত পরিবেশন। এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় কেক কেটে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালনা প্রফেসর ড. রাশেদ তালুকদার। ওই দিন সকাল ১০টায় টি-শার্ট উন্মোচন করা হয় এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













