মহম্মদপুরে মাদ্রাসা পড়ুয়া ছাত্র বাবার কাছে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বায়না ধরে না পেয়ে মনের ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, সেবাবা-মায়ের কাছে একটি মোটরসাইকেল কিনে দেবার বায়না ধরেছিল জোবায়ের সর্দার (১৭)। ডিম ব্যাবসায়ী বাবা তা কিনে দিনে রাজি হননি। এই অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যার ঘটনায় মৃত্যু বরন করেছে জোবায়ের।
গতকাল রোববার (৩০ মে) মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোলাবাড়ি মৌশা গ্রামে এই ঘটনা ঘটে। জোবায়ের এ বছর মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছিল।
প্রতিবেশিরা জানান, জোবায়েরের বাবা মিজানুর রহমান সর্দার পেশায় একজন ডিম ব্যবসায়ি। গতকাল হতে মা-বাবার কাছে সে একটি মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। এতে তার বাবা রাজি না হওয়ায় অভিমান করে নিজ শয়নকক্ষে কীটনাশক পান করে আত্মহত্যা করে। এব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।