জ্বালানি তেলের উত্তোলন বাড়াচ্ছে রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক নিয়ে গঠিত জোট ওপেক প্লাস। এজন্য কোটাভিত্তিক উত্তোলন কমানোর পরিমাণ ক্রমেই কমিয়ে আনছে তারা। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহেই মে-জুলাইয়ের পরিকল্পনা করতে যাচ্ছে জোটটি। খবর ব্লুমবার্গ।
আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার চাঙ্গা করতে এবং যুক্তরাষ্ট্রের আধিপত্য টেনে ধরতে ওপেক ও ওপেক-বহির্ভূত দেশগুলোকে নিয়ে ওপেক প্লাস জোট গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছে সৌদি আরব ও রাশিয়া। জোটটি দীর্ঘদিন ধরে বাজারে সরবরাহ কমানোর জন্য উত্তোলন হ্রাস-বৃদ্ধি করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে উত্তোলন ক্রমেই বাড়াচ্ছে জোটভুক্ত দেশগুলো। এরই অংশ হিসেবে আগামীকাল সদস্য দেশগুলোর মন্ত্রিপর্যায়ে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে উত্তোলন আরো বাড়ানোর সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মে-জুনে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন সাড়ে তিন লাখ ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস।
সানবিডি/এনজে