উন্নতির পেছনে অবদান রাখছে গবেষণা
প্রকাশ: ২০১৬-০১-১৬ ১৫:৩৭:৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বর্তমান উন্নতির পেছনে অবদান রাখছে গবেষণা।
তিনি বলেন, ‘আমরা উচ্চশিক্ষায় বরাদ্দ বাড়িয়েছি। আগে তেমন বরাদ্দ ছিল না। গবেষণায়ও কোনো বরাদ্দ ছিল না। আমরা গবেষণায় বরাদ্দ দিয়েছি। গবেষণায় বরাদ্দ দেওয়ার কারণে পাটের জীবনরহস্য আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা দেশের উন্নতির পেছনে অবদান রাখছে।’
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে কাজী মাহবুব উল্লাহ স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসি তখন দেশে সাক্ষরতার হার ছিল ৪৫ ভাগ। তারা শুধু নাম লিখতে পারত। দেশের সবাইকে নিরক্ষরমুক্ত করে তুলতে আমরা ক্ষমতায় এসে একটি কর্মসূচি হাতে নিলাম। পরে একটি একটি করে দেশের জেলাগুলো নিরক্ষরমুক্ত করেছিলাম। আর স্বল্প সময়ের ভেতর নিরক্ষরমুক্ত করার জন্য ইউনেসকো আমাদের পুরস্কার দিয়েছিল।’
এ সময় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব নয়।
দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চার বিশিষ্ট ব্যক্তিকে কাজী মাহবুব উল্লাহ পুরস্কার ২০১৫ প্রদান করা হয়েছে। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য বাংলা একাডেমির পদকপ্রাপ্ত আনিসুল হক, বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানের অধ্যাপক ড. হাসিনা খান, খেলাধুলায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং উচ্চশিক্ষার উন্নয়নে অবদানের জন্য বিশেষ পুরস্কার হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













