ইরানের ওপর থেকে শনিবার পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ তথ্য জানিয়েছেন।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত চূড়ান্ত পরমাণু চুক্তির আওতায় তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং এ সংক্রান্ত যৌথ ঘোষণা প্রকাশের জন্য জারিফ বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রয়েছেন।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে জাতিসংঘের পরমাণু বিষয়ক তদারকি সংস্থা আইএইএ ঘোষণা করবে- গত বছর ১৪ জুলাই স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করেছে তেহরান। এই ঘোষণার জের ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আনুষ্ঠানিকভাবে পরমাণু সমঝোতার বাস্তবায়নের ঘোষণা দেবেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গে উঠে যাবে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা।
প্রসঙ্গত, পরমাণু কর্মসূচি সীমিতকরণের শর্তে গত বছর ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। এ চুক্তির আলোকে এতোদিন আইএইএর পর্যবেক্ষণের আওতায় ছিল ইরান।