করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশে অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুন্ন রাখাতে বাংলাদেশ ব্যাংকের ২৩ টি আর্থিক প্রণোদনা প্যাকেজে ১ কোটি ২৪ লাখ গ্রাহক ব্যাংকিং সুবিধা পেয়েছে।
যদিও সরকার এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার ২৩ টি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলো। পরবর্তীতে ইডিএফ এর মাধ্যমে প্রণোদনা প্যাকেজগুলো আরো ৪,২৫০ কোটি টাকা বাড়িয়ে ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকা করা হয়। ঘোষিত মোট ২৩ টি আর্থিক প্রণোদনা প্যাকেজের মধ্যে ৯ টি প্যাকেজের কার্যক্রমের সাথে বাংলাদেশ ব্যাংক সরাসরি সম্পৃক্ত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযাই এ পরিসংখ্যান জানা যায়।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক এসিডি সার্কুলার এর মাধ্যমে শস্য ও ফসল খাতে কৃষি ঋণ প্রদান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত/বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুবকদের মাঝে কর্মসংস্থান ব্যাংক এর মাধ্যমে ঋণ বিতরণের জন্য তহবিল বরাদ্দ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণের জন্য তহবিল বরাদ্দ সংক্রান্ত প্রণোদনা প্যাকেজসহ সর্বমোট ১২টি প্যাকেজের অগ্রগতিতে এ চিত্র দেখা যায়।
দেশের ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প ও সার্ভিস সেক্টর, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প, কৃষি খাতে পুনঃঅর্থায়ন স্কিম, নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম, বিতরণকৃত শস্য ও ফসল খাতে ৪% রেয়াতি সুদ হারে কৃষিঋণ প্রদান, ৫ বছর মেয়াদি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ঋণ বিতরণ, ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় ঋণ বিতরণ, উৎপাদন বৃদ্ধি, দারিদ্র বিমোচন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকল্পে আনসার ও ভিডিপি ব্যাংকের অনুকূলে তহবিল বরাদ্দ ইত্যাদি মোট ১০টি প্যাকেজের আওতায় প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১৩ লক্ষ।
এছাড়া, গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বেতন-ভাতা এবং গেল বছরেন এপ্রিল ও মে মাসের ঋণের বিপরীতে সুদ ভর্তুকী বাবদ মোট পাঁচ হাজার কোটি টাকা এবং ১৩৯০ কোটি টাকা বিতরণ করা হয়েছে যেখানে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা যথাক্রমে প্রায় ৩৮ লাখ ও ৭৩ লাখ মোট প্রায় ১ কোটি ১১ লাখ জন অর্থাৎ উপরে বর্ণিত ১২টি প্যাকেজের আওতায় সুবিধাভোগীর সংখ্যা সর্বমোট প্রায় ১ কোটি ২৪ লক্ষ। মোট প্যাকেজের ৮৩ হাজার ৫৩ কোটি টাকা অর্থাৎ মোট প্যাকেজের প্রায় ৮৩% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।
ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প, কৃষি খাতে পুনঃঅর্থায়ন স্কিম, নিম্ন আয়ের পেশাজীবী কৃষক/ক্ষুদ্র ব্যবসায়ী, শস্য ও ফসল খাতে ৪% রেয়াতি সুদ হারে কৃষি ঋণ, ৫ বছর মেয়াদি মৎস্য ও প্রাণী সম্পদ ঋণ, ‘বঙ্গবন্ধু যুব ঋণ’, আনসার ও ভিডিপি ব্যাংকের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র বিমোচন ঋণ খাতসমূহে মোট বিতরণ করা হয়েছে প্রায় ২৫ হাজার ২১০ কোটি টাকা। এই খাতসমূহে মোট সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১৩ লক্ষ গ্রাহক হলেও পরোক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ২৪ লক্ষ।
এছাড়া ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে ২০ হাজার কোটি টাকার বিপরীতে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ১৪ হাজার ৬৫৪ কোটি। এ থেকে সুবিধাভোগীর সংখ্যা ৯৫,৭৩৩ জন। আর পরোক্ষ সুবিধাভোগীর সংখ্যা ১১ লক্ষ জনগোষ্ঠী।
কৃষি খাতে পুনঃঅর্থায়ন স্কিমে বিরতণ করা হয়েছে ৫ হাজার কোটি টাকার প্যাকেজের বিপরীতে মোট বিতরণ করা হয়েছে ৩৯৫৪ কোটি টাকা। এক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ২ লক্ষ জন।
নিম্ন আয়ের পেশাজীবী কৃষক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিমে ৩ হাজার কোটি টাকা প্যাকেজের বিপরীতে অনুমোদিত ঋণের পরিমাণ ২ হাজার ৪৪৫ কোটি টাকা। ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ১ হাজার ৮৩১ কোটি টাকা। এক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৩ লক্ষ ২০ হাজার গ্রাহক।
শস্য ও ফসল খাতে ৪% রেয়াতি সুদ হারের কৃষি ঋণ প্রদান প্যাকেজ হবে চাহিদা অনুযায়ী। এক্ষেত্রে মোট বিতরণ করা হয়েছে ৪ হাজার ৫৬ কোটি টাকা; প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা ৬ লক্ষ গ্রাহক।
আনসার ও ভিডিপি ব্যাংকের অনুকূলে কৃষি উৎপাদন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষি খাতে ৩০০ কোটি টাকার বিপরীতে বিতরণ করা হয়েছে প্রায় ১৫৪ কোটি টাকা। অপরদিকে ক্ষুদ্র ঋণে ২০০ কোটি টাকার বিপরীতে বিতরণ করা হয়েছে প্রায় ৭২ কোটি টাকা। উল্লেখ্য, এ উপখাতে মোট প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৮৭ হাজার জন।
এই বৃহৎ আকারের প্রণোদনা প্যাকেজের অন্যতম একটি খাত হলো এক্সপোর্ট ডেভলপমেন্ট ফান্ড (ইডিএফ), যার পরিমাণ মোট ১৭ হাজার কোটি টাকা। এ প্যাকেজের বিপরীতে বিতরণ করা হয়েছে ১৬,৯০১ কোটি টাকা। বাস্তবায়নের হার প্রায় ৯৯.৫০%। এক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা ৬ হাজার ৬৫০ জন।
সানবিডি/এএ