বিশ্বব্যাংক ও আইএমএফের বিকল্প হিসেবে আজ চালু হয়েছে এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।
চীনের নেতৃত্বাধীন এ ব্যাংকটি অনেক জল্পনা-কল্পনা, চড়াই-উৎরাই পেরিয়ে উদ্বোধন হয়। প্রতিষ্ঠাকালীন ৫৭টি দেশের সহযোগিতা নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ব্যাংকটি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াংকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং এসব তথ্য জানিয়েছেন। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবারই চীনের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।
ইকোনমিকস টাইমসের এক খবরে বলা হয়, এদিন সকালে ব্যাংকটির উদ্বোধন করবেন প্রেসিডেন্ট শি জিনপিং। আর লি কেকিয়াং বিকেলে এআআইবির কাউন্সিলে প্রথম কনফারেন্স শুরু করবেন। হুয়া জানান, উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কার্যবলী ১৬ তারিখে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ব্যাংকের অথরাইজড ক্যাপিটাল হচ্ছে ১০০ বিলিয়ন ডলার। শুরুতে ইনিশিয়াল সাবক্রাইব ক্যাপিটাল হবে ৫০ বিলিয়ন ডলার।
স্বাস্থ্য, শিক্ষা, নগর উন্নয়ন, সড়ক পরিবহন, জ্বালানিসহ বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করবে এ প্রতিষ্ঠানটি। ব্যাংকের তত্ত্বাবধানে থাকবে চীন। বাংলাদেশ রয়েছে তালিকার এক নম্বর সদস্য হিসাবে।
সানবিডি/ঢাকা/আহো