এক বছরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আমানত বেড়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। একই সময়ে বিনিয়োগ বেড়েছে ৬ হাজার ৩শ’ কোটি টাকা।
২০১৫ সালে ব্যাংকের আমানতের পরিমাণ ৫৬ হাজার ৭০ কোটি থেকে বেড়ে ৬১ হাজার ৫৭৮ কোটি ও বিনিয়োগের পরিমাণ ৫৯ হাজার ৪৯২ কোটি থেকে বেড়ে ৬৫ হাজার ৮০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এছাড়া আমদানি ও রফতানি বাণিজ্য হয়েছে যথাক্রমে ৩৪ হাজার ৩৬৬ কোটি ও ২২ হাজার ৪২৪ কোটি টাকা। একই সময়ে রেমিট্যান্স আহরণ হয়েছে ৩২ হাজার ১০৭ কোটি টাকা।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যাংকের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংকের ডিরেক্টর মো. আবুল হোসেন ও শরীয়া সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর আবু বকর রফীক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ, আব্দুস সাদেক ভূঁইয়া ও মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন নির্বাহী ১৪টি জোনের প্রধান এবং ৩০৪ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক শরীয়া উদ্দেশ্যের আলোকে বেশি সংখ্যক মানুষকে আর্থিক সেবায় অন্তর্ভূক্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসএমই খাতকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে এ ব্যাংক দেশের শিল্পায়ন, কৃষি, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো, আবাসন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের সেরা বাণিজ্যিক ব্যাংক হওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রযুক্তিগত উত্কর্ষতা অর্জন, আন্তর্জাতিক মানের সেবা প্রদান এবং অধিক গ্রাহক বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে ইসলামী ব্যাংকের অগ্রগতি অব্যাহত রাখতে হবে।
শতভাগ শরীয়া পরিপালন, পেশাগত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধির মাধ্যমে ব্যাংকিং সেবা বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করেন সম্মেলনের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান।
সানবিডি/ঢাকা/এসএস