

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিভিডেন্ড বাবদ ১৯,৮৮,৮০,০০০ টাকার মধ্যে সরকারের অনুমোদনক্রমে ১০,০০০০০০০ টাকার মূলধন হিসেবে স্থানান্তর এবং অবশিষ্ট ৯,৮৮,৮০,০০০ টাকা নগদ লভ্যাংশ হিসেবে সরকারকে প্রদান করা হয়েছে।
অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আসাদুল ইসলাম এর নিকট শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি।
উল্লেখ্য, ব্যাংক কর্তৃক গত ২০-০১-২০২১ তারিখে বকেয়া কর্পোরেট ট্যাক্স বাবদ সরকারের প্রাপ্য ৪৩.৫১ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়। সরকারের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের এ প্রয়াস।
উক্ত শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসোদ্দেক-উল-আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-পরিচালক ও চেয়ারম্যানের পিএস ও উপ-পরিচালক (সমন্বয়) সহ ব্যাংকের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/এএ