ফুলতলায় সড়ক দুর্ঘটনায় ১ নিহত : আহত ৮
প্রকাশ: ২০১৬-০১-১৬ ১৬:৫৫:৩২

ট্রাক-থ্রি-হুইলার মুখোমুখি সংঘর্ষে আনিস শেখ (৪০) নামে এক শ্রমিক নিহত এবং অপর ৯ ব্যক্তি গুরুতর আহত হন। এদেরকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ৩ জনকে গুরুত্ব আহত অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা জুল মিলস এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, খুলনাগামী সুপার ব্রিকস’র মাটি ভর্তি ট্রাক (খুলনা-ট-১৬০৩) ফুলতলা জুল মিলস এলাকায় নওয়াপাড়াগামী ত্রি-হুইলার কে সজোরে ধাক্কা দেয়। এতে ত্রি-হুইলারটি দুমড়ে মুচকে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় ত্রি-হুইলারের যাত্রী যশোর অভয়নগর থানার গোপীনাথপুর গ্রামের মৃতঃ আজগর শেখের পুত্র আনিস শেখ ঘটনাস্থলে নিহত হয়। এবং অপর যাত্রী হোসেন (৩৫), ইব্রাহীম (৪০), ফারুক হোসেন (৩০), কিবরিয়া (৩২), মুছা সরদার (২৫) গুরুতর আহত হলে তাদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং লিটন (৩০) মিকাইল (২৯) এবং অজ্ঞাত (২৮) কে গুরুতর আহত অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













