হিলিতে ফের অস্থিতিশীল পেঁয়াজের বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৩ ১৪:১৩:৪১


দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার।হু হু করে বাড়ছে পণ্যটির দাম। মাত্র তিনদিনের ব্যবধানে আমদানীকৃত ও দেশী পেঁয়াজের দাম কেজিতে ৭-১৩ টাকা বেড়েছে।

এ ব্যাপারে বন্দরসংশ্লিষ্টরা বলছেন, আমদানির অনুমোদন (আইপি) না থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি। এ কারণেই পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী। তবে বাজার নিয়ন্ত্রণে আনতে আইপি দিতে সম্মত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই আমদানি চালু হতে পারে। আমদানি চালু হলেই দাম কমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হিলি বাজারে দেখা যায়, তিনদিন আগেও প্রতি কেজি আমদানীকৃত পেঁয়াজ ৩৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশী পেঁয়াজ ৪২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৫২-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দামের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন ভোক্তারা। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির দাবি জানিয়েছেন তারা।

সানবিডি/এনজে