দৈনিক ৬০ লাখ ব্যারেল বাড়বে জ্বালানি তেলের চাহিদা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৩ ১৫:০৯:০৫


ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা। এ পূর্বাভাস দিয়েছে রফতানিকারক দেশগুলোর সংগঠন সংগঠন ওপেক নিয়ে গঠিত জোট ওপেক প্লাস । সোমবার জোটটির জয়েন্ট টেকনিক্যাল কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি জানায়, চলতি বছর জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ৬০ লাখ ব্যারেল করে বাড়বে। ওপেক প্লাসের দুটি বিশ্বস্ত সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। খবর অয়েলপ্রাইসডটকম।

ওপেক প্লাস ও জ্বালানি তেলের বাজার বিশ্লেষকরা প্রত্যাশা করছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা সবচেয়ে বেশি বাড়বে। বছরের শেষ প্রান্তিকে চাহিদা বেড়ে করোনা-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসতে পারে বলেও মনে করছেন তারা।

সানবিডি/এনজে