বীমা সেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করছে সরকার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৩ ১৬:২৫:১১


প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বীমা সেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, বীমা সেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করার জন্য প্রবাসী বীমা, কৃষি বীমা, স্বাস্থ্য বীমা, গবাদিপশু বীমা, হাওড় এলাকার জন্য শস্য বীমা প্রভৃতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দারিদ্র্য নিরসনকল্পে ক্ষুদ্র বীমা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। দরিদ্র নারীদেরকে ক্ষুদ্র বীমার আওতায় এনে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বীমা খাতে অটোমেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতােমধ্যে, অভিন্ন Know Your Customer (KYC) পদ্ধতি চালু করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর