হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৫ ১৪:৫১:১২

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেয়ায় দীর্ঘ এক মাস চারদিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। মাত্র একদিনের ব্যবধানে আমদানীকৃত ও দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫–১৮ টাকা। এতে ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০–২৫ টাকায় নেমে আসবে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।
বৃহস্পতিবার বিকালে ভারত থেকে চারটি ট্রাকে ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়। হিলি স্থলবন্দরের মেসার্স রাইয়ান ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করে। আমদানীকৃত পেঁয়াজ ৩২–৩৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













